৫ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্যরা
দেশে এখন
0

বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের বেশি সিম, মোবাইলফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনায় জড়িত পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির সাইবার উত্তরের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।

ডিসি হাসান মোহাম্মদ বলেন, ‘এক সপ্তাহ অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি বাংলাদেশি সিম, ২১টি ভিওআইভি গেটওয়ে, ৫টি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল উদ্ধারসহ দেশি-বিদেশি ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

প্রতারক চক্রের কোনো প্রতারণার স্বীকার না হওয়ার ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘অপরিচিত বিকাশ প্রতারক চক্রের সঙ্গে কোনো লেনদেন করা যাবে না।’

ফোনের গোপন পিন বা ওটিপি কারো সঙ্গে শেয়ার না করার কথাও জানান তিনি। এসময় তিনি আরও জানান, প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতো। রাজধানীর উত্তরা ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচ