আজ (বুধবার, ১৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর মনোনয়ন পত্র বিতরণ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এসময় ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
মনোনয়নপত্র তুলতে আসা প্রার্থীরা বলছেন, মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন হওয়ায় এখনও ভোটের উৎসবের আমেজ দৃশ্যমান হয়নি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক বলেও জানান মনোনয়ন তুলতে আসা প্রার্থীরা।
শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরি, ক্যাম্পাস থেকে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন বিভিন্ন পদে লড়তে চাওয়া এসব প্রার্থীরা।