ডাকসু নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পরই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিক্ষোভে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একে একে মিছিল বের করেন তারা। বিকেল চারটার পর পরই শহীদুল্লাহ্ হল, ফজলুল হক মুসলিম হল থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
এ সময় শিক্ষার্থীরা ‘ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্য কার’, ‘হাইকোর্টের প্রহসন মানি না মানব না’, ‘এক এগারো রুখে দাও’ স্লোগান দিতে থাকেন।
মিছিলে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার ডাকসু স্থগিত করার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমরা স্থগিত করার প্রতিবাদে নেমেছি।
আরও পড়ুন:
এদিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হওয়ার মুহূর্তেই জানা যায়, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দিয়েছেন চেম্বার জজ আদালত। এর ফলে নির্বাচন হতে বাধা নেই। একইসঙ্গে নির্বাচনের প্রস্তুতি, প্রচারণা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনে বাধা নেই।
এর আগে আজ দুপুর সাড়ে তিনটার দিকে হাইকোর্ট এক রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করেছিল। ওই আদেশের আধা ঘণ্টার মধ্যেই আপিল বিভাগের চেম্বার জজ আদালত তা স্থগিতের ঘোষণা দেন।