প্রথম দিনে হজে যাচ্ছেন ৪১৩৬ যাত্রী

হজের উদ্দেশে যাত্রীদের রওনার দৃশ্য
জীবনযাপন , ধর্ম
দেশে এখন
0

হজ ফ্লাইটের প্রথম দিনে ৩টি ফ্লাইটে ১ হাজার ২২৪ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। দিনের বাকি ৭ ফ্লাইটে আরো ২ হাজার ৯১২ জন সৌদির উদ্দেশে ঢাকা ছাড়বেন।

পবিত্র হজ পালন করতে ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। এবার সরকারি-বেসরকারি মাধ্যমে হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৪ হাজার ২৮০ জন হজযাত্রী। এদিকে, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের পদচারণায় মুখর হজক্যাম্প।

আরো পড়ুন:

হজ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় এবারের হজযাত্রা স্বস্তির হচ্ছে বলে জানিয়েছেন হজযাত্রীরা। এবার মোবাইল অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা পাচ্ছেন যাবতীয় দিক-নির্দেশনা, এ নিয়ে যোগ হয়েছে হজযাত্রীদের বাড়তি সুবিধা।

এবারের হজ ফ্লাইট থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৮টি, সৌদি এয়ারলাইন্সের ৮০টি ও ফ্লাইনাস এয়ারের ৩৪টি ফ্লাইট।

সেজু