আশুরা উপলক্ষে শুরু হয়েছে তাজিয়া মিছিল

তাজিয়া মিছিল
জীবনযাপন , ধর্ম
দেশে এখন
0

পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে। আজ (রোববার, ৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ৪০০ বছরের পুরনো হোসনি দালান থেকে এই মিছিল শুরু হয়।

তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।

তাজিয়া মিছিলে আছে অশ্ব ও অশ্ব সৈনিকরা। তারা একেবারে মিছিলের সম্মুখ সাড়িতে থেকে দিনটি পারন করছে।

বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে স্মরণীয় ও হৃদয়বিদারক একটি দিন পবিত্র আশুরা। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।

আরো পড়ুন:

৬১ হিজরির এই দিনেই ইমাম হুসাইন মাত্র ৭২ জন সহযোগী নিয়ে এজিদের ২২ হাজার সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহাদতবরণ করেন।

এর মধ্য দিয়ে সত্য ও ন্যায়ের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন তিনি। পৃথিবীর ইতিহাসে অন্যতম নির্মম ঘটনার সাক্ষীও আশুরা।

সেজু