মত পাল্টে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান ওবায়দুল কাদেরের

ওবায়দুল কাদের
রাজনীতি
0

সবাইকে নিয়েই ভোটের লড়াইয়ে যেতে চায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনের তফসিল পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা একা ক্ষমতায় যেতে চাই না। সবাইকে নিয়ে ভোটের লড়াইয়ে যেতে চাই। তবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে সংলাপের সময় এখন আর অবশিষ্ট নেই। ওবায়দুল কাদের বলেন, কয়েকদিনের মধ্যে ডোনাল্ড লু'র চিঠির জবাব দেয়া হবে। বলেন, মনোনয়ন দাখিলের আগে নতুন কিছু ফুল ফুটবে, হঠাৎ করে জেগে উঠবে।

আরো পড়ুন:

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরদিন শনিবার ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফর্ম বিক্রি চলবে।

সেজু