দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘১৫ নভেম্বর বাংলাদেশের সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। তৃণমূল বিএনপির আশা, নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ হবে। নির্বাচনের জন্য সকল প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
আরো পড়ুন:
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমশের মুবিন বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছি। মনোনয়নপত্র আগামী ১৮ নভেম্বর থেকে বিতরণ শুরু হবে।’
নির্বাচন সুষ্ঠু হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শমশের মুবিন বলেন, ‘বস্তুনিষ্ঠ নির্বাচন আয়োজনের দাবি আমরা ইসির কাছে জানিয়েছি। তারা নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, মহাসচিব তৈমূর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলীসহ অন্যরা।