বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন

দেশে এখন
রাজনীতি
0

বাংলাদেশের নাম পরিবর্তন করে ‘জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ’ নামকরণ করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় ঐক্যমত্য কমিশনকে সার্বজনীন শরিয়াহ আইনের প্রস্তাবও দেয়া হয় দলটির পক্ষ থেকে। পাশাপাশি সব ধরনের নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) দুপুরে দলটির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে প্রবেশ করে।

ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠকে বসে। বৈঠকে ১৮২ টি সংস্কার প্রস্তাবনার মধ্যে ১২৫টি প্রস্তাবের সাথে একমত পোষণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এসময় জাতীয় ঐক্যমত্য কমিশনকে রাষ্ট্র সংস্কারে ৪টি মৌলিক প্রস্তাব দেয় দলটি।

দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, 'দুর্নীতি ও দুশাসন রোধে শরিয়াহ আইনের প্রয়োগ করতে হবে।'

সেজু