আজ (বুধবার, ২৩ এপ্রিল) রংপুর, সৈয়দপুর ও নীলফামারীর নেতাকর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। বক্তব্যে তারেক রহমান বলেন, 'বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের জীবনমান উন্নয়ন।'
দেশ গঠনের জন্য ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। সেইসাথে সকল মিথ্যাচার প্রতিহত করার নির্দেশ দেন তিনি।
উত্তরবঙ্গের নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, 'বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।'