‘খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, শিগগির দেশে ফিরবেন’

ছবিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
রাজনীতি
0

লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, শিগগির দেশে ফিরবেন তিনি। এ কথা জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ (বুধবার, ৩০ এপ্রিল) সকালে হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডন নেয়া হয়।

সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন খালেদা জিয়া।

আরো পড়ুন:

এখন তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে ইতোমধ্যেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, চিকিৎসা শেষে চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকায় ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এসএইচ