আজ (বুধবার, ৩০ এপ্রিল) বিকেলে তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী সোহেল এ কথা বলেন।
১১ বছর পর তাড়াইল উপজেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। বুধবার বিকেলে সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল, ব্যানার আর দলীয় স্লোগানে মুখর হয়ে সম্মেলনস্থলে জড়ো হন। দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি তার বক্তব্যে বর্তমান ছাত্র রাজনীতির অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
হাবিব-উন-নবী বলেন, ‘ছাত্ররা উপদেষ্টা হয়ে সরকারের সঙ্গে যুক্ত হয়ে বড় ভুল করেছে। আমরা চাই ছাত্রনেতারা হোক নির্লোভ, আদর্শবান। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছাত্র রাজনীতির নামে দুর্নীতি আর ক্ষমতার লোভ মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে, তারা দেশের বিরাট ক্ষতি করেছে।’
তিনি বলেন, ‘আজ যখন দেখি আমাদের ছোট ভাইদের কেউ পিএস, কেউ এপিএস হয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে, তখন খুব কষ্ট লাগে। মানুষ এখন ছাত্রনেতাদের দিকে অবিশ্বাসের চোখে তাকায়।’
নির্বাচন প্রসঙ্গে হাবিব-উন-নবী বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এটা কি অন্যায়? বিএনপি নির্বাচন চাইলেই বলা হয়, তারা ক্ষমতায় যেতে চায়। তাহলে কি বিএনপি ছাড়া আর কেউ নির্বাচনে জিতবে না?’
সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা আন্দোলন স্থগিত রেখেছি, কিন্তু ভুলে গেলে চলবে না— আন্দোলন বন্ধ করে দিইনি। সীমা অতিক্রম করলে আবারও রাজপথে নামবে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে আমরা আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছি। ঈদের পরে, পরীক্ষা শেষে কিংবা রমজানের পরে আন্দোলনের ঘোষণা দিয়েছি। কিন্তু কোনো দল আজও সাহস করেনি আমাদের সাথে আন্দোলনে নামার।’
হাবিব-উন-নবী বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। শেখ মুজিব ফিরে এসে বাকশাল কায়েম করেছিলেন এবং দেশের মানুষকে না খাইয়ে রেখেছিলেন।’
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।
তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খুসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ আরও অনেকে।
১১ বছর পর এমন সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও চাঙ্গাভাব। দলীয় নেতা-কর্মীরা আশা করছেন, এ সম্মেলনের মাধ্যমে সংগঠনে নতুন প্রাণ সঞ্চার হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি আরও গতিশীল হবে।