তিনি লিখেন, আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।
তিনি আরো লিখেন, তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্স। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ শামেলা রহমান ও ডা. জুবাইদা রহমানসহ ১৫ জন।
আরো পড়ুন:
বিমানবন্দর থেকে খিলক্ষেত, আর্মি স্টেডিয়াম, বনানী হয়ে গুলশান-২ এর বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী।