জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করবে, তাদের ছাড় নয়: ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি
রাজনীতি
0

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ততদিন অভিভাবক, যতদিন এই দেশের সার্বভৌমত্ব তার হাতে ঠিক থাকবে—এমন মন্তব্য করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেছেন, জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ইস্যুতে আজ (বৃহস্পতিবার, ৮ মে) বিকেলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সেখানেই শরিফ উসমান হাদি সংগঠনের পক্ষে এসব কথা বলেন।

এসময় শরিফ উসমান হাদি বলেন, ‘হত্যা মামলা নিয়ে কীভাবে সাবেক রাষ্ট্রপতি হামিদ দেশ ছাড়তে পারেন? বর্তমান রাষ্ট্রপতি এই ব্যাপারে সাহায্য করেছেন, এটা আমরা বিশ্বাস করি না। এত উপদেষ্টা কেন, পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় এই সরকার? আগামী ৩ দিনের মধ্যে রাষ্ট্রপতির ভবন থেকে কে জড়িত, জানাতে না পারলে বাথরুমের ঝাড়ু নিয়ে রাস্তায় নামবে ইনকিলাব মঞ্চ।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার কোনো কিছুই অর্জন হয়নি। এর পর যদি জনতা সচিবালয় ঘেরাও করে তাহলে বিপদে পড়ার আগেই পদত্যাগ করার দাবি ছাত্র উপদেষ্টাদের প্রতি। আগামী ৩ দিনের মধ্যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সত্য জাতির সামনে তুলে আনতে হবে। জুলাই আন্দোলনের বিচার না করে দেশের উন্নয়নের জন্য যাই করুক এই সরকার, জনরোষ থেকে বাঁচতে পারবে না। এগুলো কোনো কিছুই না হলে সরকার পতনের ডাক।’

এনএইচ