আ.লীগকে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানালো গণসংহতি আন্দোলন

গণসংহতি আন্দোলন
রাজনীতি
0

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। আজ (রোববার, ১১ মে) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘আমরা বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

নেতৃবৃন্দ বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে গত ১৫ বছর যাবত গুম-খুন-হত্যা, জনগণের কণ্ঠরোধ, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারসহ নানা অপরাধের সাথে যুক্ত ছিল। সর্বশেষ ২০২৪ এর জুলাই আগস্টে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে।’

তারা বলেন, ‘এ সমস্ত অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা জরুরি ছিল। কেননা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে।’

গণসংহতি আন্দোলনের নেতারা বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আসু