ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী আতাউর রহমান

ব্রাহ্মণবাড়িয়া
মু. আতাউর রহমান
এখন জনপদে
রাজনীতি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল (শনিবার, ১৭ মে) স্থানীয় এক সমাবেশে সম্ভাব্য প্রার্থী হিসেবে মু. আতাউর রহমান সরকারের নাম ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

আতাউর রহমান বর্তমানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিপ্লোমা সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। আতাউর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক হিসেবে ২০১১ সালে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া ফোরামের যুগ্ম সম্পাদক ও কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ফেডারেশনের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই জামায়াত নেতা। 

এসএইচ