‘কোনো শক্তিই তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে পারবে না’

নজরুল ইসলাম খান, জয়নুল আবদিন ফারুক, সালাহউদ্দিন আহমেদ
রাজনীতি
0

বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিকে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, করিডর ও নির্বাচন ইস্যুই প্রমাণ করে ড. ইউনূসের আশেপাশে হাসিনার দোসররা এখনও আছে। এ সময় কোনো শক্তিই তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তারা।

সভা-সমাবেশ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত আখ্যায়িত করে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের দাবিতে বিএনপি যেমন শক্ত অবস্থা নিয়েছে তেমনি বেশ কয়েকদিন ধরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণকে কেন্দ্র করে নগর ভবন ঘেরাও থেকে শুরু করে সড়ক অবরোধ করতে দেখা যায় দলটির কর্মী সমর্থকদের।

এসব ঘটনা প্রবাহের মধ্যে আজ (সোমবার, ১৯ মে) বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের হুঁশিয়ারি দ্রুত দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে যাবে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে বা কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আদালত ঘোষিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় ঢাকা এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে

অন্যদিকে সকালে জাতীয় প্রেসক্লাবে আইনশৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার আশপাশে হাসিনার দোসররা অবস্থান করছে। জয়নুল আবদিন জানান, করিডর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার।

জয়নুল আবদিন বলেন, ‘ভারত মিয়ানমারের সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডর। তাহলে এই যে ১৭ থেকে ১৮ লাখ রোহিঙ্গা আছে, তাদের তো আর যাওয়ার সুযোগ থাকবে না। ভূরাজনীতিতে যে অচলাবস্থা সৃষ্টি হবে তা কে রক্ষা করবে?’

প্রেসক্লাবে ভিন্ন আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানান, কোনো শক্তিই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা ঠেকাতে পারবে না।

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে (তারেক রহমান) ঠেকাতে পারবে, আমি বিশ্বাস করি না। কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। উনি চাইলে এমনই পরিস্থিতি হবে, সরকার চাইলে আইন কার্যকর করতে পারবে না। কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্ব হচ্ছে।’

দেশের অস্থিতিশীলতা কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মত বিএনপি নেতাদের।

এসএস