চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না: নুরুল হক

নুরুল হক নুর
রাজনীতি
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। এসময় তথাকথিত মানবিক করিডরের নামে ‘খাল কেটে কুমির আনা যানা যাবে না’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ (বৃহস্পতিবার, ২২ মে) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘জুলাইয়ের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা এই সরকারের কারণে ফাটল ধরেছে।’

সরকারের নিরপেক্ষতাও এখন প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার উগ্রপন্থিদের সুযোগ দিচ্ছে, যার প্রমাণ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।’

নুরুল হক বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত আচরণ করছে নতুন দল এনসিপির নেতারা। দুই ছাত্র উপদেষ্টা সে দলের হয়ে কাজ করছেন। এই দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করার জন্য ড. ইউনূসকে আহ্বান জানান নুর।

সেনাপ্রধানের বক্তব্যকে ধন্যবাদ জানিয়ে গণঅধিকারের সভাপতি বলেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেয়া এখন সময়ের দাবি। না হলে সংকট আরো বাড়বে।’ নির্বাচনী রোডম্যাপের জন্য প্রয়োজনে আবার মাঠে নামার ঘোষণাও দেন তিনি।

এনএইচ