‘নিবন্ধনহীন কোনো দলের কথায় নির্বাচন বিলম্বিত হলে সে দায় প্রধান উপদেষ্টার’

রাজনীতি
1

নিবন্ধনহীন, অস্তিত্ববিহীন কোনো রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত হয়, তার দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। আজ (মঙ্গলবার, ২৭ মে) সকালে প্রেসক্লাবের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

এ সময় অন্তর্বর্তী সরকার কারও কান কথা শুনে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘সদিচ্ছা থাকলে আপনি ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে পারেন।’ 

এ ছাড়াও দেশে একটি নির্বাচনের জন্য অচিরেই রোডম্যাপ দেয়ার দাবি জানান তিনি। 

এসময় নিবন্ধনহীন অস্তিত্ববিহীন কোন রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে সেটার দায়-দায়িত্ব প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সাড়ে ৯ মাসে আপনি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেননি, তার কারণ কী? আমি আশ্চর্য হই, এটা আমার ব্যক্তিগত অভিমত, বিএনপি-জামায়াত ইসলামকে আপনি ডেকেছেন, একইদিন আরেকটি দলকেও আপনি ডেকেছেন। যে দলের নিবন্ধন নাই, যে দলের অস্তিত্ব এখনো কোথাও খুঁজে পাওয়া যায় না। ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়-দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে।’

তিনি আরো বলেন,  ‘সরকারের মধ্যে যদি সরকার থাকে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।’

এসএইচ