'নির্বাচনের রোডম্যাপ দিলে দেশের অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হবে'

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন
এখন জনপদে
রাজনীতি
5

আগামী ডিসেম্বরের মধ্যে দিন তারিখসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে বিরাজমান অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আজ (শুক্রবার, ৩০ মে) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমিতে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জনগণ নির্বাচন চাচ্ছে উল্লেখ করে এসময় তিনি আরো বলেন, 'নির্বাচন পেছানো হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।'

তিনি বলেন, 'যদি আওয়ামী লীগ পুনরায় দেশে ফিরে আসে তবে বর্তমান সরকার দায়ি হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি জাতীয় নির্বাচনের বিকল্প হতে পারেনা।'

নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেজু