জনগণ নির্বাচন চাচ্ছে উল্লেখ করে এসময় তিনি আরো বলেন, 'নির্বাচন পেছানো হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।'
তিনি বলেন, 'যদি আওয়ামী লীগ পুনরায় দেশে ফিরে আসে তবে বর্তমান সরকার দায়ি হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি জাতীয় নির্বাচনের বিকল্প হতে পারেনা।'
নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।