'আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে'

ময়মনসিংহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
এখন জনপদে
রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আধুনিক রাষ্ট্রের স্থপতির নাম শহীদ জিয়াউর রহমান। তিনি বলেন, 'আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যে লড়াই যে আন্দোলন, সে লড়াই শেষ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

আজ (শুক্রবার, ৩০ মে) সন্ধ্যায় জিয়া পরিষদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য একথা বলেন তিনি।

আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় অংশ নিয়ে উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার জীবন দর্শন, কর্মময় জীবনের নানা দিক তুলে ধরার পাশাপাশি তার কৃষি ,পররাষ্ট্র নীতি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যে তার অবদান তুলে ধরেন আলোচকরা।

সেইসাথে তার ১৯ দফা সংস্কার বাস্তবায়নে কাজ করার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।

সেজু