আজ (শুক্রবার, ৩০ মে) সন্ধ্যায় জিয়া পরিষদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য একথা বলেন তিনি।
আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় অংশ নিয়ে উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার জীবন দর্শন, কর্মময় জীবনের নানা দিক তুলে ধরার পাশাপাশি তার কৃষি ,পররাষ্ট্র নীতি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যে তার অবদান তুলে ধরেন আলোচকরা।
সেইসাথে তার ১৯ দফা সংস্কার বাস্তবায়নে কাজ করার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।