‘বাংলাদেশ সেনাবিহিনীকে নিয়ে কথা বলার সময় সবার সতর্ক থাকা উচিত’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু
রাজনীতি
0

বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এ দেশের জন্য তাদের ত্যাগ রয়েছে তাই তাদের নিয়ে কথা বলার সময় সবার সর্তক থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ (সোমবার, ২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠিক হবে না।’

বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমি হতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা জানান, কেউ যদি দেশ নিয়ে ষড়যন্ত্র করে তবে দেশের জনগণ তা রুখে দিবে।

এ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না। গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে।’

এসএইচ