তিনি বলেন, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, আমি সেই প্রার্থীদের সাথে থাকব।’ এসময়, নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলেও জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘আমি নির্বাচন করবো সারা বাংলাদেশে ইনশাআল্লাহ, ৩০০ আসনে। আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দেব, ঘুরবো, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। যারা দেশপ্রেমিক জনতা হবেন, তাদেরকে নিয়েই আমরা করবো। আমার আসন ৩০০ আসন। তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয়, এ নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই, আমার দল।’
এ ছাড়া তিনি জানান, দল যে আসন থেকে নির্বাচনের জন্য মনোনীত করবে সেখান থেকেই নির্বাচন করবেন তিনি। যারা যুবক তাদেরকে নির্বাচনে ভোট দেয়ার সুযোগ করে দিতে হবে বলেও দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে মানুষ ঘরে ও বাহিরে নিরাপদ ছিল না। আমার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলা দিতে চেয়েছিল। কিন্তু এর কোনো প্রতিশোধ নেব না। বিচার আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যারা অপরাধ করেছে তাদের বিচারের পক্ষে জামায়াত।’
এসময়, কারো প্রতি যেন অন্যায় করা না হয় সে বিষয়েও সতর্ক করেন জামায়াত আমির।