আজ (বুধবার, ১১ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই বৈঠকটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত। রাজনীতিতে সুবাতাস বইবে এমনটাই আমাদের প্রত্যাশা। সবাই তাকিয়ে আছে লন্ডন বৈঠকের দিকেই।’
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ঈদের সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল উদ্বেগজনক। তিনি বলেন, ‘মানুষ দেখতে চায় কার্যকর পুলিশি পদক্ষেপ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল অত্যন্ত সীমিত।’
এসময় অর্থনীতি ভেঙে পড়েছে জানিয়ে বিদেশি বিনিয়োগ না আসার জন্য তিনি অনির্বাচিত সরকারকেই দায়ী করেন। ডিসেম্বরে নির্বাচনের বিষয় অনড় থাকবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করা হবে।’