বাংলাদেশকে করদ রাজ্যে পরিণতের ষড়যন্ত্র করছে প্রতিবেশী রাষ্ট্র: মাওলানা রফিকুল

সিরাজগঞ্জ
জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
এখন জনপদে
রাজনীতি
2

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশকে স্বাধীনতার পর থেকেই নিজেদের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছে প্রতিবেশী রাষ্ট্র। সবসময় এ দেশে তারা তাদের পুতুল সরকার কায়েমের চেষ্টা করেছে।

আজ (বুধবার, ১১ জুন) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদরাসা মাঠে স্থানীয় জামায়াতে ইসলামির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘২০০৬ সালে জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের সময় ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, ওয়ান ইলেভেন ঘটানো হয়। ঐ সময়ে ক্ষমতায় আসে ভারতের সেবাদাস মঈন উদ্দিন-ফখরুদ্দিনেরা। যারা ভারতের প্রেসক্রিপশনে জালিয়াতি করে দুই তৃতীয়াংশ আসন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে প্রথম টার্গেট করেছিল জামায়াতে ইসলামীকে।’

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি খাইরুল ইসলাম, সংখ্যালঘু প্রতিনিধি সাবেক কমিশনার শ্রী বাবুল সূত্রধর প্রমুখ।


এএইচ