‘ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
0

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন আশা ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, বৈঠকের নির্বাচন ও সংস্কার গুরুত্ব পাবে। এসময় বৈঠক নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা এক ধরনের বাতুলতা বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিদিনই বাংলাদেশে ‘পুশ ইন’ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বিষয়টি ভারতের একটি মাস্টার প্ল্যান, যা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে।’

তিনি বলেন, ‘সংক্রমণ বাড়লেও সরকার এখনো প্রান্তিক পর্যায়ে সঠিকভাবে সচেতনতা কার্যক্রম চালাতে পারছে না। তাই সরকারের উচিত আরো কার্যকর ভূমিকা পালন করা উচিত।’

এসময় করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। 

এসএইচ