তিনি বলেন, 'যারা ক্ষমতায় এসেছে, তারা লুটপাট, অনিয়ম, রাজনীতিহীনতা, চক্রান্ত, ষড়যন্ত্র ও দেশকে বিদেশের হাতে তুলে দেয়ার অপরাজনীতি করেছে। যার কারণে মানুষ তাদের প্রতি অত্যন্ত বিরক্ত।'
মাওলানা এ টি এম মা'সুম বলেন, 'দেশের জনগণ এমন একটি শাসক গোষ্ঠী চায়, যারা জনগণের দু:খ বুঝবে, জনগণের জন্য কাজ করবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তারা ভূমিকা পালন করে দেশকে ঐক্যবদ্ধ রাখবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবধরনের হুমকি থেকে রক্ষা করবে।'
তিনি আরো বলেন, 'নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে, একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক, অবাধে নিজেদের প্রার্থীকে ভোট দেয়ার মত পরিবেশ নিশ্চিত করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যাতে দেশটা চলতে পারে সে ধরনের একটি নির্বাচন আমরা চাই। এ নির্বাচন যদি বাংলাদেশে হতে হয়, তাহলে এর আগে নির্বাচনী কার্যক্রমে সংস্কার সাধন করতে হবে। দেশের যেখানে যেখানে বৈষম্য রয়েছে সেখান থেকে দেশকে মুক্ত করতে হবে। সংবিধানে পরিবর্তন আনতে হবে, নির্বাচনী আইনে পরিবর্তন আনতে হবে।'
নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দিন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসাইনের সঞ্চালনায় আরে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ ফ ম আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আমীরুল ইসলাম আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মো. মাহফুজ ভূঁইয়াসহ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ।