আজ (শুক্রবার, ২০ জুন) বিকেলে রাজধানীর কাটাবনে একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপিসহ দেশের সকল মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে।’
বলেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলমান বলে জানান তিনি। আগামী ২২ তারিখে বিএনপির নেতৃবৃন্দের চীন সফর প্রসঙ্গে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।