খুঁটির জোর যাই হোক, তাকে পাত্তা দেয়া যাবে না: কুমিল্লার ঘটনায় জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান
রাজনীতি
1

কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে লেখেন, ‘খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেয়া যাবে না।’ আজ (রোববার, ২৯ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা।

এ পোস্টে তিনি দোষিদের তিরস্কার করে তাদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনা এবং কঠোর শাস্তির দাবি জানান।

জামায়াত আমিরের ফেসবুক পোস্ট |ছবি: জামায়াত আমিরের ফেসবুক

পোস্টে তিনি লেখেন, খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।’

এসএইচ