অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয়: হাসনাত আবদুল্লাহ

নীলফামারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ
দেশে এখন
রাজনীতি
1

অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয়। সরকার পরিবর্তনের আগে ফ্যাসিস্ট উৎপাদনের যত পন্থা আছে সব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকালে সৈয়দপুরে জুলাই বিপ্লবের শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে পদযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি শুরুর আগে এ মন্তব্য করেন তিনি।

এসময় সংবিধানের নামে যা আছে তা সংবিধান নয় বরং তা আওয়ামী বিধান মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন।’

এনসিপির জুলাই পদযাত্রায় আজ নীলফামারী পঞ্চগড়ে পথসভা করার কথা রয়েছে দলটির। পদযাত্রার পথসভায় সংস্কার বিচার ও জুলাই সনদের দাবিতে জনমত তৈরি করছেন দলটির নেতারা। পদযাত্রায় রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

এনএইচ