‘নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে’

নীলফামারী
গণমাধ্যমে কথা বলছেন নাহিদ ইসলাম
এখন জনপদে
রাজনীতি
2

নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকালে সৈয়দপুরে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে এবং উর্দুভাষী ক্যাম্প পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ককটেল হোক আর বুলেট; সবকিছু নস্যাৎ করে এনসিপি এগিয়ে যাবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘এর আগেও আমাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। হামলা করে নতুন রাজনীতিকে দমন করা যাবে না।’

তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে যদি এমন অবস্থা হয়, তাহলে বিপ্লবের পক্ষে থাকা শক্তি, শহীদ পরিবার এবং সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে?’

আরও পড়ুন

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ককটেল হোক আর বুলেট, সবকিছু নস্যাৎ করে এনসিপি এগিয়ে যাবে। জনগণের শক্তির উপর ভর করেই আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

এদিন এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনে কর্মসূচি ছিল নীলফামারী ও পঞ্চগড় জেলায়। সেখানকার পথসভা থেকে সংগঠনের নেতারা সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের বার্তা দেন। পদযাত্রার মধ্য দিয়ে এনসিপি দেশব্যাপী রাজনৈতিক সচেতনতা তৈরির পাশাপাশি গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে বলে জানিয়েছেন নেতারা।

এনএইচ