জাতীয় সরকার গঠন না করলে শহিদদের রক্ত বৃথা যাবে: দুদু

কথা বলছেন শামসুজ্জামান দুদু
রাজনীতি
1

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় সরকার গঠন না করলে গণঅভ্যুত্থানের শহিদদের রক্ত বৃথা যাবে। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহিদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘স্বৈরতন্ত্রকে গণতন্ত্রে রূপান্তরের পথ নির্বাচন। আর বিএনপির ঘাড়ে চেপে পিআর পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই।’

এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে। নির্বাচন বিষয়ে কে কী বললো তা না ভেবে সরকারকে রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এসময় স্থানীয় নির্বাচন আগে চাওয়ার বিষয়ে সমালোচনা তিনি বলেন, ‘সীমান্তে পুশ ইন ঠেকাতে হলেও জাতীয় নির্বাচন আগে দরকার।’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

সেজু