রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

কথা বলছেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
এখন জনপদে
রাজনীতি
0

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে দাড়িওয়ালা, টুপিওয়ালার সামনের সারিতে ছিল। আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) বিকেলে নাটোরের ভবানীগঞ্জ মোড়ে এক গণসমাবেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে।

তিনি বলেন, 'যারা গণঅভ্যুত্থানে রাস্তায় ছিল না, তারা থাকবে জেলখানায়, আমরা রাস্তায় ছিলাম, তাই কথা বলার অধিকার আমাদের। আর আপনারা এসির মধ্যে থেকে বড় বড় কথা বলছেন।'

এসময় আগামী দিনে হাতপাখা মার্কা প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য আকুল আবেদন জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাটোর জেলা শাখার আয়োজনে গণসমাবেশে মাওলানা মোহাম্মাদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নবীসহ দলটির নেতৃবৃন্দ।

সেজু