'ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবে এটা বিশ্বাস করার দরকার নেই'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
রাজনীতি
2

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবে এটা বিশ্বাস করার দরকার নেই। তিনি বলেন, 'পরিবর্তন আনতে হবে কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ায়।'

আজ (শনিবার, ১২ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাসদ। সেখানে বিএনপি নেতা খসরু বলেন, 'একটা পক্ষ নির্বাচন পেছানোর জন্য অপ্রয়োজনীয় বিষয় সামনে আনছে।'

তাদেরকে 'চাপ প্রয়োগকারী গোষ্ঠী' হিসেবে থাকার পরামর্শ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'ঢাকায় বসে সংস্কারের সিদ্ধান্ত নিলেই সেই সংস্কার টেকসই হবে না।'

জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে ন্যূনতম ঐকমত্য হবে, ততটুকু বাস্তবায়ন করেই নির্বাচনের দিকে আগানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সেজু