কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবেন জনগণ: ডা. জাহিদ

ডা. এ জেড এম জাহিদ হোসেন
রাজনীতি
0

জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং অন্যায়ের বিচার চায়।’

আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বিএনপি চালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখে। আমরা আশা করি, ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এনএইচ