নব্য ষড়যন্ত্রকারীরা আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জয়নুল আবেদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
রাজনীতি
0

নব্য ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে অশোভন বক্তব্য ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, না হলে তার দায়ভার বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।’

তারেক রহমানকে নিয়ে কটূক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘অরাজনৈতিক বক্তব্যের জন্য দায়ীদের ক্ষমা চাইতে হবে। এসব চক্রান্ত রুখে দেয়া হবে।’

এনএইচ