‘নির্বাচন আর ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
রাজনীতি
0

নির্বাচন আর ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে সামনের দিনে, একই সাথে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শনিবার, ১৯ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মিলনায়তনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

শহীদদের স্মরণে এ স্মরণ সভায় তিনি বলেন, ‘ভবিষ্যতে আর ফ্যাসিবাদ যেন তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য।’ গণতন্ত্র রক্ষায় সবাইকে সর্তক আর দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষাংশ বলেন নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে, গণতন্ত্র রক্ষায়।

এএইচ