আজ (মঙ্গলবার, ২২ জুলাই) বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা হতাহতের জন্য দোয়া শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। গতকাল এই খবর শোনার পর আমরা ফেনীতে আমাদের পদযাত্রা স্থগিত করেছি। এনসিপির উদ্যোগে সারাদেশের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ছোট ভাইয়েরা যারা শ্রেণিকক্ষে ক্লাস করতে গিয়ে এ ধরনের একটি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেছি। যারা হসপিটালে আছেন তাদের আরোগ্য কামনা করে আমরা এখানে প্রার্থনা করেছি।’
তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা তাদের ক্ষতিপূরণের জন্য দাবি তুলেছে, আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। গতকালকে দেখলাম এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছিল, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছিলাম।’
পাটওয়ারী বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আমাদের শিক্ষার্থীরা যেদিকে যায় তাদের সাথে আমরাও সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না । শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তদন্ত সাপেক্ষে মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’
এ সময়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।