তিনি বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগ চেইন অব টেরর সৃষ্টি করেছিল।’ গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি জড়িত ও নির্বাচন বানচালের চেষ্টা আছে বলেও জানান তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘সংকট তৈরি হলেই প্রধান উপদেষ্টা দলগুলোকে ডাকেন। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিব্ধ বলেই সেই ডাকে সাড়া দেয়।’ প্রধান উপদেষ্টার সঙ্গে এমন মতবিনিময় আরও ঘনঘন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।