আগামী বছরের প্রথম দিকেই জাতীয় নির্বাচন হতে হবে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান
এখন জনপদে
রাজনীতি
9

আগামী বছরের প্রথম দিকেই জাতীয় নির্বাচন হতে হবে, দেরি হলে দেশে কিছু জটিলতা তৈরি হবে এ বুঝ রয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২৩ জুলাই) সিলেটের বিয়ানিবাজার উপজেলা জামায়াতের আয়োজনে জনশক্তি ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তবে আগের ‘বস্তাপচা’ নিয়মে নয়, সংস্কার করে নির্বাচন হতে হবে বলে জানান তিনি।

বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবেই। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই। আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তাপচা ধারায় নতুন কোনো নির্বাচন আমরা চাই না। এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না।’

তিনি বলেন, ‘এ নির্বাচন হতে হবে স্বচ্ছ, এ নির্বাচন হতে হবে সবার জন্য লেভের প্লেয়িং ফিল্ডের ওপরে। সমতল মাঠ নিশ্চিত করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। কোনো মাস্তানতন্ত্র চলবে না। কালো টাকার খেলা মানবো না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশেই নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে এই বুঝ আমাদের আছে। কিন্তু আমরা কোনো প্রিম্যাচিউর ডেলিভারি চাচ্ছি না।’

চারিত্রিক সম্পদের কারণে দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন , ‘দেশে দুর্নীতির বহুরুপ আছে। তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এর কারণেই দেশ তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ’

স্থানীয় নির্বাচন সম্পর্কে জামায়াত আমির বলেন, ‘অপরিপক্ব নির্বাচন চায় না জামায়াত। শুধু দেশের মানুষের দুর্ভোগ কমানোর জন্য স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল জামায়াত।’

ডা. শফিকুর রহমান জানান, মানবিক দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়ার জন্য জামায়াত প্রস্তুত। স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।

সমাবেশে কেন্দ্রীয় জামায়াতসহ সিলেটের জেলা উপজেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

এসএস