উপদেষ্টাদের কেউ কেউ ফ্যাসিষ্ট হাসিনার রেজিমের সঙ্গে জড়িত ছিলেন: রিজভী

রুহুল কবির রিজভী
রাজনীতি
5

উপদেষ্টা পরিষদের কেউ কেউ ফ্যাসিষ্ট হাসিনার সঙ্গে এবং তার রেজিমের সঙ্গে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে অনেক বিতর্কিত লোককে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। শেখ হাসিনার আমলে যাদের ভূমিকা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। কয়েকজন, আমি ঢালাওভাবে বলবো না। অনেকে গুমের শিকার হয়েছেন এমনও রয়েছেন উপদেষ্টা পরিষদে। কিন্তু দু’একজন তো রাখা হয়েছে, যাদের কোনো না কোনোভাবে হাসিনার সঙ্গে বা হাসিনার রেজিমের সঙ্গে সম্পর্কিত ছিল। আমি নাম বলতে চাই না।

তিনি বলেন, ‘তাদের অনেকেই হয়তো নির্বাচন চাইবে না। তবে প্রধান উপদেষ্টার উচিত সঠিক সময়ে নির্বাচন দেয়া।’

তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টা বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তার ফল ভালো হবে না। ৫ আগষ্টের পরে দেশে মব এর সংস্কৃতি সৃষ্টি হয়েছে। এগুলো দমন করতে হবে। বিচারে দোষী সাব্যস্থ ছাড়া আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করা অন্যায়।’

তিনি আরও বলেন, ‘এক বছর তো হয়ে গেছে, জনগণের সরকার জনগণকে ফিরিয়ে দেয়া হোক।’

নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘কোনো ইজমের লোককে সেখানে বসিয়ে নির্বাচন বানচাল করা যাবে না।’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) জি কে গউছ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকীসহ অন্যরা।

এসময় জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি ও বিভিন্ন পৌরসভা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এসএস