অবিলম্বে জাতীয় সনদ ঘোষণা করতে ফখরুলের আহ্বান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
1

প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজন ও অবিলম্বে জাতীয় সনদ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) প্রেসক্লাবে সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ আহ্বান জানান।

আরও পড়ুন

পিআর পদ্ধতি নির্বাচন এদেশের মানুষ বোঝে না দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এদেশের মানুষ যে ভোট ব্যবস্থায় অভ্যস্ত, সেভাবে নির্বাচন দিতে হবে।’

১২টি মৌলিক বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে এমন খবর ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

এনএইচ