আগামী জাতীয় নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান
রাজনীতি
0

আগামী জাতীয় নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‌‘আর যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উগ্রবাদ ও চরমপন্থা যেন দেশে ফিরে না আসে, সেজন্যও সতর্ক থাকা জরুরি।’

আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) রাজধানীর মিন্টু রোডের শহিদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এ আয়োজন করে।

তারেক রহমান বলেন, ‘নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নারীর ক্ষমতায়ন নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ক্ষমতায় গেলে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেয়া হবে, যা নারীদের নামে ইস্যু করা হবে।’

এনএইচ