আজ (শুক্রবার, ১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এনসিপির শ্রমিক উইং আয়োজিত শ্রমিক যোগদান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, ‘শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। একটি দলের মহাসচিব ইসলামী দলগুলোকে দক্ষিণপন্থি হিসেবে চিহ্নিত করে। আমি বলতে চাই, যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায়, তবে আপনার সমস্যা কী।’
দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ক্ষমতার রদবদল হলেও শ্রমিকদের প্রতি অন্যায় থেমে নেই। গণঅভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। অথচ আজও সংসদে শ্রমিকদের কোনো বাস্তব প্রতিনিধি নেই।’
তিনি আরও বলেন, ‘শ্রমিক নেতাদের অনেকেই এখন মালিক পক্ষের দালাল হয়ে গেছেন। তারা শ্রমিকদের পক্ষে না দাঁড়িয়ে মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করেন।’
অনুষ্ঠানে তিনি সংসদে শ্রমিক প্রতিনিধিত্বের দাবি জানান এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।