‘দেশে আর আ. লীগের রাজনীতি নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

কথা বলছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর আওয়ামী লীগের রাজনীতি নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে। এদিকে, যাত্রাবাড়ীতে সমাবেশে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে এ সরকার যেন নিজেই ফ্যাসিস্ট না হয়ে যায়।’

জুলাই মাসজুড়ে শহিদদের স্মরণে নানা কর্মসূচি শেষে আগস্টের পহেলা দিনেও গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আয়োজন রেখেছে বিএনপি।

ঢাকার দুই প্রান্ত, গণঅভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ উত্তরা ও যাত্রাবাড়ীতে আয়োজন করা হয় সমাবেশের। শুরুতে শহিদ স্বজনদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান।

শহিদ পরিবারের একজন বলেন, ‘যদি আমি শহিদ হই তাহলে তুমি আমাকে রাজপথে রেখে দিবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি না আদায় হয়। আমি ছেলেকে তারপরে বাধা দেই নাই। কারণ আমার বারবার মনে হয়েছে এই দেশের মানুষ কতটা নিপীড়নে ছিল। তবে আমরা কিন্তু কোনো রাজনৈতিক পরিবার ছিলাম না।’

উত্তরার সমাবেশে যোগ দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। যেখানে উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, পুরোপুরি স্বৈরাচার মুক্ত হতে পারিনি, এখনও গণতন্ত্র পূর্ণতা পায়নি।

আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পুরোপুরি স্বৈরাচার মুক্ত হতে পারিনি এখনও।’

রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে আর আওয়ামী লীগের রাজনীতি নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকম আপোস থাকবে না।’

এদিকে যাত্রাবাড়ীতে সমাবেশ করে দক্ষিণ বিএনপি। যেখানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে এই সরকার যেন নিজেই ফ্যাসিস্ট না হয়ে যায়। নির্বাচনের ঘোষণা নিয়ে ষড়যন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে জনগণকে ভুল বুঝানোর চেষ্টা চলছে।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা যারা পুরোনো আছি আমরা ভোট দেয়া ভুলে গিয়েছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই। আর তাদেরকে আপনারা পিআর শেখান। তাদেরকে আগে ভোট দেয়া শেখান।’

এসময় রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহ্বানও জানান।

সেজু