‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির পক্ষ থেকে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে’

চট্টগ্রাম
হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে যান বিএনপির প্রতিনিধিদল
এখন জনপদে
রাজনীতি
0

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির পক্ষ থেকে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আর নির্বাচন নিয়ে কোনো বাধা নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে তার বক্তব্য আরও স্পষ্ট করার আহ্বান জানান নজরুল ইসলাম খান। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন বিএনপি নেতারা।

আজ (শুক্রবার, ১ আগস্ট) বেলা ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে পৌঁছান তারা। হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন দুই বিএনপি নেতা। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতারা জানান, গণতন্ত্রের পথ থেকে বার-বার বিচ্যুত হয়েছে দেশ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি। কিন্তু গতকাল পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি।’

তিনি বলেন, ‘১২৫টি প্রস্তাবে বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্নমতসহ ওখানে একমত হয়েছি। সুতরাং আশা করি সবাই এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে।’

পরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিকে দায়িত্ব নিয়ে হয়েছে বলেও জানান তারা।

সেজু