পরিবর্তনের ডাক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির দায়িত্ব নেয়ার বার্তা নেতৃবৃন্দের

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভা
রাজনীতি
0

দেশের জনগণ প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করছে বলেও জানান তিনি। এদিকে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ নষ্ট করতে সরকারের ভেতরে-বাইরে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত আর গত দেড় দশকে স্বৈরশাসনের কবলে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোকে ঘিরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের এই আয়োজন।

গতকাল সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন যুবদলের বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা। অতীতের গুম খুন ও গণহত্যার বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ নষ্ট করতে সরকারের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ভোট আদায় করে ছাড়বে। 

মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে ভোটের জন্য। সেই ভোট আমরা এ সরকারের কাছ থেকে আদায় করেই ছাড়বো। সরকারের পেছনে, ভেতরে-বাইরে যতই ষড়যন্ত্র করুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না।’

আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।’ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই।’

ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চায়। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করছে।

তারেক রহমান বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা করছে। বহু জিনিস আছে, কিন্তু শুরু করতে হবে এক জায়গা থেকে। আমরা ব্যাসিক জিনিস থেকে শুরু করতে চাই।’

এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার করে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই বিএনপি আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে বলে জানান নেতারা।

এসএইচ