যারা বলে বিএনপি দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তারা সঠিক নয়: তারেক রহমান

ড্যাবের কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তারেক রহমান
রাজনীতি
0

যারা বলে বিএনপি দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তারা পুরোপুরি সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ছয় বছর পর অনুষ্ঠিত হওয়া ড্যাবের কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নতুন বাংলাদেশ বিনির্মানে জনমনে বিপুল আকাঙ্ক্ষা তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনের পরিবর্তনের হিসেব কষছেন রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ। সংগঠনের নেতা নির্বাচনে সারা দেশ থেকে কাউন্সিলররা ভোট দিতে জড়ো হয় এই স্কুল প্রাঙ্গণে। 

বিশেষ অতিথির বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকার নয় স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’ 

আরও পড়ুন:

এসময় জুলাই গণঅভ্যুত্থানে আহত সবাইকে চিকিৎসাসেবার আওতায় নিয়ে আসার অনুরোধও জানান তিনি।

ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাচ্ছে। বিএনপির কাছেই ভালো পরিবর্তনের প্রত্যাশা করে জনগণ।’

দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নানা সীমাবদ্ধতার কারনে পুরোপুরি করা সম্ভব হয়না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যারা বলে বিএনপি দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তারা পুরোপুরি সঠিক নয়।’

এসময় তারেক রহমান আরো বলেন, ‘ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করবে বিএনপি।’

এসএইচ