চব্বিশের বিপ্লব লুটেরা শ্রেণির জন্য নয়: মঈন খান

নারায়ণগঞ্জ
প্রয়াত আবদুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে ড. আব্দুল মঈন খান
এখন জনপদে
রাজনীতি
3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০২৪ সালের যে বিপ্লব ঘটেছিল, সেটি লুটেরা শ্রেণির জন্য নয়। তিনি বলেন, ‘সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় কোনো লুটেরা শ্রেণি যেন লুটপাট না করে। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে— তাদের সেই আত্মত্যাগের সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতা না করি।’

আজ (শনিবার, ৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা যদি অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ি, তাহলে শহিদের রক্ত বৃথা যাবে—এটা মনে রাখতে হবে।’

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা, জেলা যুবদলেরসহ-সভাপতি আমিনুল ইসলাম ইমন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম ও সেলিম মিয়া, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ আরিফ প্রমুখ।

সেজু