আজ (সোমবার, ১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানে তরুণ যুবাদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী যুব সংহতি।
এতে অংশ নেন ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের প্রতিনিধি। সরকারের প্রতি নিজেদের প্রত্যাশা ও প্রাপ্তির বিস্তর ফাঁরাক নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেন, ‘তরুণদের সম্ভাবনা নষ্ট করেছে সরকার।’
এসময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘সংস্কার প্রক্রিয়া বিলম্ব হলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হতে পারে।’
দেশকে অস্থিতিশীল করতে, দেশের ভিতর ও বাহির থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।