এসময় নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সকল সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন কুঁড়ি পুনরায় চালু করা হবে।’
তিনি বলেন, ‘স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।’ এছাড়াও দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সকলের সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান।
আরও পড়ুন:
অন্যদিকে তারেক রহমানের প্রজ্ঞার কারণেই আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি।
এদিকে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় গণসংহতি আন্দোলন ও এনডিএমের দুই শীর্ষ নেতা।
ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল ছাড়াও এ আলোচনা সভায় অংশ নেয় শিল্পী, সাংবাদিক ও শিক্ষার্থীরা। বিএনপির একাধিক মিত্র দলের শীর্ষ নেতারাও অংশ নেন এ আলোচনা সভায়। তাদের বক্তব্যে উঠে আসে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানের প্রজ্ঞার কারণেই আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে।’